softrior@outlook.com 01799220215
Alternate Text

প্রয়োজনমত সফটওয়্যার বানিয়ে নিন

যদি আপনার বিশেষ কোন সফটওয়্যার দরকার হয় তাহলে প্রয়োজনমত সফটওয়্যার বানিয়ে নিতে যোগাযোগ করুন।

Alternate Text

সফটরিওর ক্যালভেনটরি

ব্যাবসা প্রতিষ্ঠানের সকল প্রকার অর্থনৈতিক লেনদেন, কেনাবেচা, স্টক অথবা ইনভেন্ট্রি পরিচালনা করা, কাস্টমার ও সাপ্লায়ারদের দেনা পাউনা, লাভ লোকসান, ব্যাবসা পরিচালনা বিষয়ক খরচ ইত্যাদি সকল হিসাব নিকাশ সফটওয়্যার এ সহজে হিসাব রাখুন।

Alternate Text

সফটরিওর মাইক্রক্রেডিট

সমিতির হিসাব নিকাশের জন্য মাইক্রক্রেডিট সিসটেম বেবহার করুন। লোন ও ডেপজিট একাউন্ট তৈরি করুন এবং কিস্তিতে টাকা গ্রহন করুন। কিস্তি দৈনিক, মাসিক, বাৎসরিক বা এক কালিন হতে পারে। এছাড়া সমিতি পরিচালনা বাবদ অন্যান্য খরচের হিসাব রাখুন।

Alternate Text

সফটরিওর সার্ভিস প্রভাইডার

মাসিক বাসা ভাড়া আদায়, ডিশ বিল আদায়, ইন্টারনেট বিল আদায় ইত্যাদি যেকোন মাসিক বিল / ভাড়া আদায় সঠিক ভাবে হিসাব রাখতে এই সফটওয়্যার ব্যাবহার করুন।

বিশেষ দ্রষ্টব্য

সকল সফটওয়্যার সম্পূর্ণ ইংরেজি ভাষায় তৈরি। Windows 7 Service Pack 1 এর নিচে কোন Operating System সাপোর্ট করা হই না। অফলাইন সফটওয়্যার চালাতে ইন্টারনেট এর প্রয়োজন হই না এবং আপনার তথ্য আপনার ডিভাইসে থাকবে, ইন্টারনেট থেকে এক্সেস করা যাবে না। অনলাইন সফটওয়্যার ব্যাবহার করলে সেবা পেতে অবশ্যই ইন্টারনেট থাকা প্রয়োজন, পৃথিবীর যেকোনো স্থান থেকে সফটওয়্যার ইন্টারনেট এর মাধ্যমে ব্যাবহার করা যাবে এবং আপনার তথ্য রিমোট সারভারে থাকবে।

Customer Services

Software Installation & User Training

সফটওয়্যার ইন্সটল করে রেডি করে দেউয়া হই। সফটওয়্যার প্রথমবার ইন্সটল করার সময় সাধারণত ব্যাবসা প্রতিষ্ঠানের নাম, ফোন, ঠিকানা, ইমেইল ইত্যাদি দিয়ে প্রস্তুত করা হই। ইন্সটল করার পর ইউজারকে সফটওয়্যার ব্যাবহার করা শিখিয়ে দেউয়া হই।

Data Security

সফটওয়্যার বন্ধ হউয়ার সমই একটি করে ব্যাকআপ তৈরি করে। যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকে তবে ব্যাকআপ ফাইলটি আপনার Google Drive বা OneDrive এ অটো আপলোড করে রাখা যাবে। যদি ইন্টারনেট না থাকে তবে ম্যানুয়ালি ব্যাকআপ নিয়ে Pendrive এ সংরক্ষণ করতে পারবেন। এতে করে আপনার কম্পিউটার এর যদি কোন ক্ষতি হই যেমন Had Disk বা SSD নষ্ট হই তাহলে ব্যাকআপ থেকে সকল তথ্য ফেরত পাউয়া যাবে।

Frequent Software Update

সকল সফটওয়্যার নিওমিত আপডেট করা হই। প্রতি আপডেট এ সাধারনত বিভিন্ন বাগ ফিক্স করা হয়, নতুন ফিচার যোগ করা হই, এছাড়া সফটওয়্যার এর ব্যাবহার সহজ করার জন্য পরিবর্তন করা হই। এই আপডেটগুলো সফটওয়্যার এর কাজের গতি বৃদ্ধি করে, পূর্ববর্তী সমস্যা দূর করে এবং নতুন সুবিধা যোগ করে।

In Person Service

যদিও প্রয়োজন হই না, তবে হলে, যেয়ে সার্ভিস দরকার হলে দেউয়া হই। যেয়ে সার্ভিস এর ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য। গন্তব্য স্থান ঢাকার বাইরে হলে যাওয়া আসার খরচ ও প্রয়োজনে থাকার খরচ প্রযোজ্য।

Online Service

সার্ভিস সাধারনত অনলাইনে বা ফোনে দেউয়া হই। যে কোন সফটওয়্যার সংক্রান্ত প্রয়োজনে অফিস টাইমে কল করতে পারেন। যদি ফোনে কথা বলে সমস্যা দূর না হই তাহলে AnyDesk সফটওয়্যার এর মাধ্যমে আপনার কম্পিউটারে সংযোগ স্থাপন করে সমস্যা সমাধান করা হই। এরপর ও যদি কোন হেল্প লাগে তবে যেয়ে সার্ভিস দেউয়া হই। অনলাইন সার্ভিস একই দিনে ৩০ মিনিটের বেশি সময় নিলে সার্ভিস চার্জ প্রযোজ্য।

Consultancy

একটি ব্যাবসা প্রতিষ্ঠানের সকল হিসাব নিকাশ সফটওয়্যার এর অন্তর্ভুক্ত করতে এবং সফটওয়্যার এর মাধমে পরিচালনা করতে হেল্প করা হই। স্ট্যান্ডার্ড নিওমে ইনভএচ, বিল, কাস্টমার স্টেট্মেন্ট, ব্যাংক স্টেট্মেন্ট, ব্যালেন্স শিট, ইনকাম স্টেট্মেন্ট ইত্যাদি তৈরি করতে হেল্প করা হই।